Header Ads Widget

ERTERTERT

অতি বিপদসীমায় পাঁশকুড়ার কংসাবতী নদী।। নদীর কয়েক জায়গায় নদী বাঁধে ফাটল ,সচেষ্ট প্রশাসন , চিন্তায় এলাকার মানুষজন।


 জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া পৌরসভা ও পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির এলাকায় কাঁসায় নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিপদসীমায় ব‌ইছে নদীর জল , যে কোনো মহুর্তে নদী বাঁধে ক্ষতি হোতে পারে।

 মূলত রাজ্যজুড়ে কয়েকদিন ধরে অতিবৃষ্টি ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এ বৃষ্টির জেরে একাধিক জলাধারের ছাড়া জলে পাঁশকুড়া কংসাবতী নদীতে জলস্তর হুঁ হুঁ করে বৃদ্ধি পাচ্ছে। এর জেরে এলাকাবাসীদের কপালে এখন চিন্তার ভাঁজ।

 ১৬ জুলাই রাতেই পাঁশকুড়া ব্লক এর গোবিন্দনগর গ্ৰাম পঞ্চায়েত এর নোয়াপাড়া এলাকায় কংসাবতী নদীর বাঁধ এ তিন জায়গায় ফাটল দেখা দিয়েছে।

তবে এই বিষয় নিয়ে সচেষ্ট প্রশাসন।রাত থেকে প্রশাসন ও এলাকাবাসী যৌথভাবে বালি , মাটির বস্তা, বাঁশ দিয়ে প্রাথমিকভাবে ফাটল ধরা বাঁধের কাজ শুরু করেন, তবে আতঙ্কিত রয়েছেন ওই এলাকার মানুষজন।

  তবে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রশাসন এর পক্ষ থেকে আতঙ্কিত না হয়ে ,সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন এর আধিকারিকরা দফায় দফায় পরিদর্শন করছেন ওই এলাকা , দফায় দফায় বৈঠক চলছে প্রশাসন এর পক্ষ থেকে।

ইতিমধ্যেই NDRF টিম মোতায়েম করা হয়েছে। বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক  পূর্ণেন্দু মাঝি পাঁশকুড়ার নোয়া পাড়া গ্রাম পরিদর্শন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ