জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :আমাবস্যার কোটাল ও নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র।। আর বড় বড় ঢেউ আছড়ে পড়ছে মেরিন ড্রাইভের রাস্তায়। আর রাস্তা দিয়ে যাওয়া পর্যটকদের গাড়িতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে জা এক আলাদা রোমাঞ্চ তৈরী করে আর সঙ্গে অবশ্যই কিছুটা ভয় ও তৈরী করে। শঙ্করপুর থেকে মেরিন ড্রাইভ তাজপুর যাওয়ার রাস্তায় এই ছবি ধরা পড়লো। আর এই প্রবল ঢেউ এ মেরিন ড্রাইভ দিয়ে যাওয়া পর্যটক দের গাড়ি চলছে ধীর গতিতে।
0 মন্তব্যসমূহ