জাহাঙ্গীর বাদশার রিপোর্ট :পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক প্রশাসন ও পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে ৩ জুলাই "আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস" উদযাপিত হয়। পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এবং এলাকার মানুষকে সচেতনতার বার্তা দিতে বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির আধিকারিক ও কর্মচারীদের নিয়ে একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে। পদযাত্রায় অংশ পাঁশকুড়া ব্লকের বিডিও জয়েন বিডিও সভাপতি সহ সভাপতি করা। কর্মাধক্য ও সাধারণ মানুষজন। "প্লাস্টিক ব্যাগ বর্জন, সুস্থ পরিবেশ অর্জন" এই স্লোগান দিয়ে এই পদযাত্রা পরিক্রমা করে।
প্লাস্টিক দূষণ বিরোধী কর্মসূচিতে সাধারণ মানুষজনকে সচেতনতার বার্তা দেওয়া হয়। প্লাস্টিক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এবং সুস্থ পরিবেশ গড়ে তুলুন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়। পরিবেশকে দূষণমুক্ত করার জন্য এমনই পদক্ষেপ নেওয়া হয় বলেই সূত্রে জানা যায়। প্লাস্টিক বা অপচনশীল দ্রব্য থেকে সাধারণ মানুষদেরকে দূরে থাকার এক বার্তা দেওয়া হয়।
পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায় বলেন ব্যবহার করা প্লাস্টিক বা নোংরা প্লাস্টিক যেখানে সেখানে ফেলে না দিয়ে স্থানীয় পঞ্চায়েতে জমা দিন আর গাছ উপহার নিন।। দূষণ মুক্ত সমাজ গড়তে আর সুবুজায়ন গড়ে তুলতে পাঁশকুড়া ব্লক প্রশানের এই উদ্যোগ।।
0 মন্তব্যসমূহ