ব্যুরো রিপোর্ট :জুলাইয়েই আসছে মহাসঙ্কট! ভারতে নাকি?হুড়মুড় করে ফ্লাইট বুকিং ক্যান্সেল হচ্ছে এখানে ।তাহলে কী আরেকটা প্লেনক্র্যাশ?
ফের হাড়হিম করা ভবিষ্যতবাণী বাবা ভাঙ্গার।
হ্যাঁ আগামী দুই সপ্তাহের মধ্যে পৃথিবীতে এমন কিছু ঘটবে যা অনেক কিছুই ওলটপালট করে দিতে পারে। বুলগেরিয়ার বাবা ভাঙ্গার কথা নিশ্চয় জানেন।তাঁর বহু ভবিষ্যদ্বাণী বিভিন্ন সময় সত্যি প্রমাণিত হয়েছে।
তবে এই বাবা ভাঙ্গা সে নয়৷ এবার ‘জাপানি বাবা ভাঙ্গা’ রিও তাতসুকির ভবিষ্যতবাণী রীতিমত ভয় ধরাচ্ছে৷ যে প্রলয় আসছে তা থেকে কীভাবে বাঁচা সম্ভব?২০২৫ জুলাই মাসে এক ভয়াবহ সুনামি আসতে চলেছে।এমমই ভবিষ্যদ্বাণী করেছেন জাপানের রিও তাতসুকি।
তবে তা ভারতে নয় দক্ষিণ জাপানে সমুদ্রের নীচে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলে এই সুনামি হবে বলে জানিয়েছেন তিনি। ফুটন্ত জল উপচে এসে স্থলভূমির এক বিরাট অংশ গ্রাস করে নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া এবং মারিয়ানা দ্বীপপুঞ্জ এই সুনামির কবলে পড়বে।২০১১-র সুনামি থেকেও এই সুনামি আরও ভয়াবহ হবে বলে তাতসুকির ভবিষ্যদ্বাণী।
এত বড় বিপর্যয় জাপানে এর আগে হয়নি বলে তাঁর দাবি। ২০১১ সালের সুনামির ঢেউয়ের চেয়েও বেশি বিপজ্জনক হবে এবারের সুনামি। কে এই রিও তাতসুকি?এই বিপদের ইঙ্গিত পেয়ে কতগুলি বুকিং বাতিল করা হয়েছে? ‘জাপানি বাবা ভাঙ্গা’ নামে পরিচিত।রিও তাতসুকি পেশায় একজন কমিকস শিল্পী।তিনি ভবিষ্যৎ দেখতে পান বলে দাবি।
ভবিষ্যতে কী ঘটতে চলেছে, তা তাঁর চোখের সামনে ফুটে উঠলে সেই সব দৃশ্য তিনি কার্টুন ছবির আকারে এঁকে রাখেন।তাঁর আঁকা বেশ কিছু বিপর্যয় ইতিমধ্যেই সত্যি প্রমাণিত হয়েছে। এদিকে ফ্লাইট বুকিং নিয়ে সূত্রের দাবি,হংকং এয়ারলাইন্স জুলাই এবং অগাস্ট মাসে দক্ষিণ জাপানের কাগোশিমা এবং কুমামোটোর মতো শহরগুলিতে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ভয়ের কারণে এই রুটে বুকিং অনেক কমে গিয়েছে।
গত বছরের তুলনায় এবার ফ্লাইট বুকিং ৫০ শতাংশ কমে গিয়েছে। রিও তাতসুকির এই ভবিষ্যদ্বাণী আতঙ্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে এই ভবিষ্যদ্বাণী আদৌ কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কিন্তু আবার অনেকের মতে কোভিড ১৯-সহ এর আগে অনেক বিপর্যয়ের কথাই হুবহু মিলিয়ে দিয়েছিলেন তাতসুকি। এবার জাপানের বাবা ভাঙ্গার বাণী আদৌ কি সত্যি হবে? উত্তরটা মিলবে এই জুলাইতেই৷
0 মন্তব্যসমূহ