জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তে মহরম উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় উঁচু তাজিয়া কে ঘিরে মানুষের ঢল।
উল্লেখ্য কাঁথি মুসলিম শরাহ্ কমিটির উদ্যোগে বীর বসন্তিয়ার এই ১৭০ ফুট তাজিয়া, প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে এই তাজিয়া নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
২০ দিন ধরে বাঁশ,বাতা, সুতলি দড়ি দিয়ে দক্ষ শ্রমিকদের সাহায্যে এই তাজিয়া নির্মাণ করা হয়,যা বিশ্বের সবচেয়ে বড় তাজিয়া বলে বিবেচিত হয়েছে,যা দেখতে রাজ্যের নানা প্রান্তে মানুষ ভিড় জমাচ্ছেন।
কাঁথি মহাকুমার নানা প্রান্তে তাজিয়া আজ এখানে সমবেত হবেন।এই উপলক্ষে আজ এক মহতী রক্তদান শিবির এর আয়োজন করা হয়েছে।
এক কর্মকর্তা জানান,১৮৪২ এ এই কাঁথি শহরে রওশন জামাদার নামে এক ব্যক্তি মুসলিম সম্প্রদায়ের লোকজনদের নিয়ে এর সূচনা করেন।, তারপর থেকে মহরম পালিত হয়ে আসছে। কিন্তু এবছর বিশ্বের সবচেয়ে উঁচু তাজিয়া গঠন করে এক আলাদা পর্যায়ে পৌঁছে গিয়েছে কাঁথি ঐতিহ্যবাহী এই ধর্মকেন্দ্রিক স্থান।
মূলত ১১ টি বস্তি এর সম্মিলিত প্রয়াস হল এই তাজিয়া। দীর্ঘ বছর ধরে বর্তমান সময়েও দাঁড়িয়ে এই ধরনের উদ্যোগ পুরোনো রীতি অনুযায়ী হয়ে আসছে। পরবর্তী সময়ে ও এই ধরনের তাজিয়া গঠন করে আরো মহতী মহরম পালনে সচেষ্ট থাকবে এই সেক মোশাররফের নেতৃত্বে বীর বসন্তিয়া ।
0 মন্তব্যসমূহ