Header Ads Widget

ERTERTERT

অবশেষে জাতীয় স্বীকৃতি পেলেন শাহরুখ খান!

 অবশেষে জাতীয় স্বীকৃতি পেলেন শাহরুখ খান!



বলিউডের বাদশা শাহরুখ খান এবার পেলেন ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার — জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান। দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো এই স্বীকৃতি পেলেন কিং খান।



২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জওয়ান’ ছবির জন্য এই পুরস্কার অর্জন করেছেন তিনি। অ্যাটলি পরিচালিত এই ছবিটি ছিল বছরের অন্যতম ব্লকবাস্টার। শুধু ভারতে নয়, সারা বিশ্বেই ছবিটি করেছে দুর্দান্ত ব্যবসা। ভারতে প্রায় ৬৪০ কোটি টাকা, আর বিশ্বজুড়ে ১০০০ কোটিরও বেশি আয় করে নিয়েছে ‘জওয়ান’।



পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় শাহরুখ খানের হাতে তুলে দেওয়া হয় সেরা অভিনেতার পুরস্কার। এ যেন তার দীর্ঘ ক্যারিয়ারের এক নতুন মাইলস্টোন।


এর আগে শাহরুখ পেয়েছেন পদ্মশ্রী, ফ্রান্সের 'লেজিওঁ দ’ নর', এবং আরও অনেক আন্তর্জাতিক সম্মান। কিন্তু এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠল তার হাতে।



পুরস্কার হাতে নেওয়ার পরই, সোশ্যাল মিডিয়ায় শুরু হয় শুভেচ্ছার বন্যা। শাহরুখ ভক্তরা আনন্দে ভাসছেন। অনেকেই এই মুহূর্তকে বলছেন — "কিং ইজ ব্যাক!"


এমনকি স্ত্রী গৌরী খানও এক আবেগঘন পোস্টে স্বামীকে জানালেন ভালোবাসা আর গর্বের বার্তা।


 শাহরুখ ভক্তদের কাছে এটা শুধু একটা পুরস্কার নয়, এটা এক দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া স্বীকৃতি। বলিউডের রোমান্স কিং এবার জাতীয় পুরস্কার জয়ীও।



শাহরুখ খানের এই অর্জন শুধু তার ভক্তদের নয়, গোটা ভারতীয় সিনেমা জগতের গর্ব। এখন দেখার পালা, আগামী দিনে কিং খান আমাদের আর কী চমক দেখান!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ