Header Ads Widget

ERTERTERT

সংগীত শিল্পী জুবিন গর্গের দুর্ঘটনায় মৃত্যু।

 সংগীত শিল্পী জুবিন গর্গের দুর্ঘটনায় মৃত্যু।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু। বয়স হয়েছিল ৫২ বছর



অকস্মাৎ এক মর্মান্তিক খবর। প্রয়াত গায়ক জুবিন গর্গ। জানা গিয়েছে, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় এই গায়কের। বয়স হয়েছিল ৫২ বছর। এই খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীত মহলে। 


সিঙ্গাপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রয়াত বিখ্যাত গায়ক জ়ুূবিন গর্গ। স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু গায়কের। সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।


সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অসম নিবাসী জনপ্রিয় এই গায়ক। বয়স হয়েছিল ৫২। অহমিয়া, বাংলা সঙ্গে বলিউডের বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন জুবিন।

গ্যাংস্টার ছবির ইয়া আলি... গান গেয়ে গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন গায়ক।



সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবেন। সেখানেই পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তাঁর আগে সিঙ্গাপুরে প্যারা গ্লাইডিং করতে যান জুবেন। জানা যায়, প্যারা গ্লাইডিং করার সময় হঠাৎ সমুদ্রের মধ্যে পড়ে যান তিনি। বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সমুদ্রের জলে ভাসতে থাকেন। খবর পেয়ে সিঙ্গাপুরের পুলিশ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে ভর্তি করানো হয়েছিল সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ছিলেন আইসিইউতে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়ক।



মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তাঁর প্রথম গান শেখা। পরে ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘মন মানে না’, ‘পিয়া রে’ তাঁর জনপ্রিয় গান। বলিউডে প্রীতমের হাত ধরে গ্যাংস্টার ছবি ইয়া আলি গান হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। বহুবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন জুবিন। নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণে বহুবার বিপাকে পড়েছিলেন গায়ক। দারুণ শিল্পী হয়েও অনেকেই মনে করতেন জুবিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন তাঁকে ঠেলে দিচ্ছিল অন্ধকারে।


বুরো রিপোর্ট জে বি লাইভ নিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ