“প্রিয় মমতা দিদুন, আমি আমার মাকে কাছে চাই…” মাত্র ৫ বছরের শিশুর আবেগঘন চিঠি মুখ্যমন্ত্রীকে
বাঁকুড়া(বনকাঁটা):- সালটা ছিল ২০২১ প্রাথমিক স্কুলে নিয়োগপত্র পেয়ে সন্তানের থেকে প্রায় ৬০০ কিমি দূরে। নিজের খাতায় পেনসিল দিয়ে লিখে ফেলেছে হৃদয়ভরা আবেদন –মাকে কাছে আনার আর্জি।বাঁকুড়ায় মামা বাড়ি এবং আসানসোলের বাসিন্দা হলো ঐতিহ্য দাস।
সম্প্রতি ২০২১ সালের নিয়োগপ্রাপ্ত ১৬,৫০০ প্রাথমিক শিক্ষকের পোস্টিং ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্যে। ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে দূরবর্তী জেলায় তাঁদের পোস্টিং করা হয়েছে এই দাবিতে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।
বছর ঘুরলেও সুরাহা মেলেনি। এবার এর প্রতিবাদে উত্তর দিনাজপুরের রহতপুর এফ.পি স্কুলের শিক্ষিকা স্বাগতা পাইনের বছর পাঁচেকের সন্তান ঐতিহ্য দাশ রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখল। মুখ্যমন্ত্রীকে 'প্রিয় মমতা দিদুন' বলে সম্বোধন করে তার আকুল আহ্বান, 'আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া। তুমি তাড়াতাড়ি আমার মাকে বাড়ি পাঠিয়ে দেবে।' বাড়ি ছেড়ে সবে স্কুলের গণ্ডিতে পা দিয়েছে ছোট্ট ঐতিহ্য। শিক্ষিকা স্বাগতার আক্ষেপ, 'আসানসোলে ঐতিহ্য থাকে ওর বাবার সঙ্গে, বাড়িতে বয়স্ক শ্বশুর মশাই। বাচ্চা অসুস্থ হয়ে পড়লে আমি মা হয়েও দেখাশোনা করতে পারি না।' স্বাগতা দেবী তাঁর ছেলের এই কর্মকান্ড দেখে সত্যিই যেন হতবাক 'কিভাবে যে ওর মাথা থেকে এসব এলো বুঝে উঠতে পারছি না'। তবে তাঁর অনুমান বদলির জন্য অনেক দপ্তরে চিঠি লিখে আবেদন করেছি ওর সামনে বসেই সেটা দেখেই অনুকরনের চেষ্টা করছে ছোট্ট ঐতিহ্য। আক্ষেপের সুরে শিক্ষিকা স্বাগতা দেবী এও জানান এই সমস্যা শুধু তার একা নয় এই সমস্যায় অনেকেই জর্জরিত। মুখ্যমন্ত্রী যদি তাদের আবদনে সাড়া দেন খুব উপকৃত হবেন তারা।
এ বিষয়ে ছোট্ট ঐতিহ্য আদো আদো স্বরে বলে, 'মা বলেছিল একমাত্র মমতা দিদুনই পারে তাকে কাছে নিয়ে আসতে,তাই আমি চিঠি লিখেছি'। তার মা কাছে চলে এলে সে আবার মমতা দিদুনকে 'ধন্যবাদ' জানিয়ে চিঠি লিখার ইচ্ছে প্রকাশ করেছে।
জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জে বি লাইভ নিউজ
0 মন্তব্যসমূহ