Header Ads Widget

ERTERTERT

যাবতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যানড করল

যাবতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যানড করল নেপালের কেপি শর্মা ওলির সরকার।




 ৪ সেপ্টেম্বর মধ্যরাতে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞার ফলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়েছে। নেপাল জুড়ে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), লিঙ্কডইন, রেডিট, হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাট-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া  অ্যাপ বন্ধ করার নির্দেশ দিয়েছে সেদেশের সরকার। 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. এর থেকে আরো ভালো নিউজ লিখে দিতে পারবো আমি। এটা কোনো নিউজ হলো।

    উত্তরমুছুন
  2. ব্লগারে ভালো করে এডিট করে নিউজ পাবলিশ করতে হয়।

    উত্তরমুছুন