*২০ লক্ষ টাকা প্রতারনার দায়ে ওয়ারেন্ট জারি তৃণমূল নেতার বিরুদ্ধে,অন্যদিকে স্থায়ী সমিতি গঠন না হলেও নিজেকে খাদ্য কর্মাধ্যক্ষ্য বলে দাবি তৃণমূল নেতার*
ব্যবসা করতে বন্ধুকে টাকা ধার দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার হলদিয়া পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের ধানবেরিয়া গ্রামের ব্যাবসায়ী বাসিন্দা পেশায় কন্ট্রাক্টর সফিকউদ্দীন মোল্লা বাবা কিবরিয়া মোল্লা। বন্ধুটিও ব্যবসাদার। পশ্চিম মেদিনীপুরে জেলার ডেবরা থানার বাসিন্দা তৃনমূল নেতা শেখ হুমায়ুন কবির।২০১৯ সালে বেশ কয়েকধাপে লিখিত এগ্রিমেন্ট করে ২০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন হুমায়ুন কবির কে ব্যাবসার জন্যে।
অভিযোগকারী সোফিকউদ্দিন এর কথা মতো টাকা ১৫ দিনের মধ্যেই টাকা ফেরত পাওয়ার কথা ছিল। সেই মতো হুমায়ূন কবির কুড়ি লক্ষ টাকার চেক দেন সফিকউদ্দিন মোল্লা কে। কিন্তূ ওই চেক বাউন্স হয়ে যায়। তার পরেও টাকা চেয়ে টাকা না পাওয়ায় দীর্ঘদিন কেটে গেলেও বারে বারে টাকা চেয়েও টাকা ফেরত না পাওয়ায় তমলুক আদালতের দ্বারস্থ হয়ে কেশ করেন।
অভিযুক্ত হুমায়ুন কবির যদিও বলেন তিনি ইতিমধ্যেই ৪ লক্ষ টাকা মিটিয়ে দিয়েছেন যদিও সেই প্রমান তিনি আদালতে পেস করতে পারেননি।হুমায়ুন কবির অভিযোগকারীকে একটি ২০ লক্ষ টাকার চেক ও দেন ২০২০ সালে যেটি বাউন্স হয়ে যায়। টাকা ফেরত না দেওয়ায় আদালত হুমায়ুন কবিরের বিরদ্ধে ওয়ারেন্ট জারি করে।অভিযোগ কারীর আইনজীবী বলেন এর আগেও ওয়ারেন্ট জারি হয়েছিল হুমায়ুন কবিরের নামে। তিনি বলেছিলেন কম্প্রোমাইস করবেন কিন্তু তা তিনি করেননি।
অপরদিকে হুমায়ুন কবির যিনি ডেবরার সংখ্যালঘু দপ্তরের তৃনমূলের ব্লক সভাপতি। তিনি নিজেকে ডেবরা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত খাদ্য কর্মাধ্যক্ষ বলে দাবি করেছেন ।কিন্তু প্রশ্ন একটাই যেখানে স্থায়ী সমিতি গঠন হলোনা সেখানে কিভাবে তিনি নিজেকে কর্মাদক্ষ বলে দাবি করতে পারেন কি। তা নিয়েও প্রশ্ন উঠছে।।।জাহাঙ্গির বাদশার রিপোর্ট jb লাইভ নিউজ
0 মন্তব্যসমূহ