Header Ads Widget

ERTERTERT

শিক্ষাজগতে উল্লেখযোগ্য অবদান! ‘শিক্ষারত্ন'এ ভূষিত হচ্ছেন জেলার দুই শিক্ষক।

 শিক্ষাজগতে উল্লেখযোগ্য অবদান!

‘শিক্ষারত্ন'এ ভূষিত হচ্ছেন জেলার দুই শিক্ষক।

তারক হরি, পশ্চিম মেদিনীপুর 


 পশ্চিম মেদিনীপুর জেলার মুকুটে যুক্ত হল নয়া পালক।শিক্ষাজগতে উল্লেখযোগ্য অবদানের জন্য এবার ‘শিক্ষারত্ন পুরস্কার- ২০২৩' সন্মান পাচ্ছেন জেলার দুই শিক্ষক।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের  অধ্যক্ষা ড. রূপা দাশগুপ্ত এবং নারায়ণগড় ব্লকের  গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক উত্তম কুমার মহান্তি 'শিক্ষারত্ন ' সম্মানের জন্য মনোনীত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী ৫ ই সেপটেম্বর 'শিক্ষক দিবস’- এর দিন তাঁদের হাতে এই অন্যন্যা সম্মান তুলে দেওয়া হবে। নবান্ন থেকে ভার্চুয়ালি মাধ্যমে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা।

এ প্রসঙ্গে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের  অধ্যক্ষা ড. রূপা দাশগুপ্ত জানান,"গত ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর ছাত্রছাত্রীদের পাঠদান থেকে কলেজের সার্বিক উন্নয়নের জন্য প্রয়াস চালিয়ে গেছি। বরাবরই আমাদের কলেজের পড়ুয়াদের নজর কাড়া সাফল্য মিলেছে।ছাত্রছাত্রীরা দশ ও দেশের ভবিষ্যত! এ সম্মান ও স্বীকৃতি লাভে আপ্লুতভাবে তিনি আরও বলেন,আগামী দিনে কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ায় মূল লক্ষ্য।!

অন্যদিকে, গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক বলেন,বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সবসময় চেষ্টা করে গেছি।আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে।” 

পাশাপাশি রাজ্যের তরফে মোট ১৩ টি  স্কুলকে এবার সেরা বিদ্যালয়' হিসেবে বেছে নেওয়া হয়েছে।তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার রামকৃষ্ণ মিশন আশ্রমের অধীন রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন স্থান পেয়েছে। এদিনই জেলা প্রশাসনের তরফে তাঁদের হাতে পুরস্কার  তুলে দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ