আবারো উত্তপ্ত বাকচা আহত এক। বেশ কিছু দিন শান্ত থাকার পরে আবারো উত্তপ্ত ময়নার বাকচা। এক তৃণমুল কর্মী কিশোর খালুয়া তাকে ভঞ্জ পাড়া থেকে তুলে নিয়ে গিয়ে গোড়ামাহাল গ্রামে ইট দিয়ে বেপক মারধোর করে হাত পায়ে ও শারা শরীরে আঘাত করা হয়। তাকে ময়না থানার পুলিশ গিয়ে উদ্ধার করে ময়না হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।
তৃনমূল নেতা শাজাহান আলি ও সুজিত কর অভিযোগ করেছেন যে বিজেপি বাকচা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে ধরে ধরে নিরীহ তৃণমুল কর্মিদের এক গ্রাম থেকে তুলে নিয়ে অন্যগ্রামে তুলে নিয়ে মারধোর করছে হুমকী দিচ্ছে আর জরিমানা করেছি। অন্যদিকে বাকচার বিজেপি নেতা তথা জেলা পরিষদের জয়ী প্রার্থী উওম সিংহ বলেন এটা সম্পূর্ণ পারিবারিক গন্ডগোল ওই যুবক কয়েকদিন আগে জেল খেটে এসেছে। জমি সংক্রান্ত গন্ডগোল এর জন্য আজকে ওর কিছু আন্টিয় ওকে বন্ধুক ঠেকিয়ে তুলে নিয়ে মারধোর করে গিয়ে নদী ধারে ফেলে দিয়ে যায়।
পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। তৃনমূল এই পারিবারিক ঘটনা কে রাজনীতিক রং লাগিয়ে শান্ত বাকচা কে অশান্ত করতে চাইছে।জাহাঙ্গীর বাদশার রিপোর্ট
0 মন্তব্যসমূহ