Header Ads Widget

ERTERTERT

নিমতৌড়ি তে জেলাশাসক দপ্তরে মিলেট মেলা

নিমতৌড়ি তে জেলাশাসক দপ্তরে মিলেট মেলা





সাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে" মিলেট মেলা। আজ পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলাশাসক দপ্তরে পূর্ব মেদিনীপুর জেলা সাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত হল " মিলেটস মেলা"। দপ্তর সূত্রে খবর, জেলার বিভিন্ন সেল্ফ হেল্প গ্রুপ এবং নানা প্রতিষ্ঠান এর সহযোগিতায় মিলেট জাতীয় শস্য মূলত জোয়ার,বাজরা,রাগি সহ নানা শস্য, যেগুলো আমরা খুব কম ব্যবহার করি ,তো সেগুলো দিয়ে তৈরি নানা খাবার উপস্থাপন করা হয়েছে এই উৎসবে। 


দপ্তরের এক আধিকারিক জানান, এই উৎসবের মূল উদ্দেশ্য হল , আমাদের শারিরীক বিকাশ সাধনের জন্য এই খাদ্যগুলোর যে পুষ্টি গুণ রয়েছে সেই সম্পর্কে মানুষকে জানানো ও সচেতন করা। এবং এই জাতীয় খাবার যে হজমে সহযোগি ,এর দ্বারা মানুষ কে এই বিষয়েও জানানো হয়।


এদিন এই উৎসবের পাশাপাশি কুইজ, নৃত্য সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানে মুগবেড়িয়া কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ