Header Ads Widget

ERTERTERT

দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটক উদ্ধার

 দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটক উদ্ধার



দীঘা সমুদ্রের স্নান করার সময় তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করল নুলিয়ার। বর্তমানে ওই পর্যটক দীঘা হাসপাতালে চিকিৎসাধীন উত্তর ২৪ পরগনা পলতা থানা থেকে গতকাল পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে দীঘায় বেড়াতে আসেন সুব্রত সর্দার বয়স ২৮। 



আজ সকালে শ্রী এবং কন্যাকে নিয়ে এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে ওল্ড দিঘার সি হোক গোলার ঘাটে স্নান করতে যান। স্নান করার সময় কিছুটা মাঠ সমুদ্রে চলে গেলে সেখানেই তিনি তলিয়ে যান। 




তখনই কর্তব্যতনুলিয়ারা থাকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যায়, এই মুহূর্তে তার অক্সিজেন চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে



স্বভাবতই আজ কৌশিকি অমাবস্যা, তাই সমুদ্র উত্তাল থাকার কারণে এমনই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ