নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর আক্রমণ ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিরুলিয়া বাজারে। তৃণমূল নেতা পরিতোষ জানার দাবি সন্ধ্যার সময় চায়ের দোকানে চা খেতে এলে বিজেপি কয়েকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে তারই প্রতিবাদ করলে পরিতোষবাবুর উপর আক্রমণ করে বিজেপি কর্মীরা,
তবে যে বিজেপি কর্মীর দিকে আঙুল উঠেছে তার নাম গুরুপদ দাস গুরুপদবাবুর দাবি তিনি চা খেতে এলে পরিতোষ জানা তার বাম গালে তে চড় মারে পরে আবার মারতে গেলে বিজেপি কর্মী গুরুপদ দাস তৃণমূল নেতা পরিতোষ জানাকে ধাক্কা মেরে ফেলে দেয়, এলাকায় বেশ চাঞ্চল্য এই ঘটনাকে কেন্দ্র করে,
২০২১ সালে এই বিরুলিয়া তে মুখ্যমন্ত্রী চোট পেয়েছিলেন পায়ে।।। তাই এই ঘটনাটাকে কেন্দ্র করে এলাকায় বেশ তৃণমূল এবং বিজেপির মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।।
0 মন্তব্যসমূহ