বৃষ্টির খামখেয়ালিপনায় মাথায় হাত প্রতিমা শিল্পীদের!
ইতিমধ্যেই হাওয়ায় মাথা দোলাতে শুরু করেছে কাশফুল। বাংলার গ্রামে গঞ্জে শিশির ভেজা ভোরে রয়েছে শিউলির গন্ধ। এমন পরিস্থিতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকার প্রতিমা শিল্পীরা। সবকিছুই আবহাওয়ার খামখেয়ালিপনায় কিছুটা যেন অনিশ্চিত হয়ে পড়েছে।
তবে দুর্যোগ থাকলেও এক মুহূর্ত থেমে নেই বালি চকের প্রতিমা শিল্পী কুশোধজ বেরা সহ তাঁর সহযোগীরা। নাওয়া খাওয়া ছেড়ে তারা প্রতিমা সম্পূর্ণ করতে ব্যস্ত!
এ প্রসঙ্গে ডেবরার এক প্রতিমা শিল্পী রবীন্দ্র নাথ সদ্দার জানান, এবার প্রতিমা গড়ার বরাত বাড়লেও বৃষ্টিতে সমস্যায় পড়েছেন। আর কয়েকদিন পরেই প্রতিক্ষার অবসান। দুর্গাপুজো শুরু হতে আর একমাস বাকি। মাত্র কয়েক ঘণ্টা পেরোলেই বিশ্বকর্মা ও গণেশ পুজো। বৃষ্টির খামখেয়ালিপনায় প্রতিমা তৈরির কাজ ব্যাহত হচ্ছে বলেই জানালেন তিনি। অন্য দিকে তিনি আরও বলেন সরকারি তরফে অন্যান্য শিল্পীদের ভাতা মিললেও আমরা কোনও সুবিধা পাচ্ছি না।সরকারি লোন মিললেও কিছুটা হলেও সুরাহা হবে আক্ষেপ করে জানালেন শিল্পী।
সব মিলিয়ে বাঙালির উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে,এদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরু হতে আর মাত্র হাতে গোনা প্রায় একমাস বাকি। কিন্তু টানা বৃষ্টি হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা শিল্পীদের। কীভাবে সময়ের মধ্যে অর্ডার শেষ করবেন তা ভেবেই পাচ্ছেন না প্রতিমা শিল্পীরা।
0 মন্তব্যসমূহ