Header Ads Widget

ERTERTERT

বিদেশি মদের দোকানে দুঃসাহসিক চুরি! চাঞ্চল্য সবংয়ে

বিদেশি মদের দোকানে দুঃসাহসিক চুরি!চাঞ্চল্য সবংয়ে




গভীর রাতে বিদেশি মদের দোকানে দুঃসাহসিক চুরি করে নিয়ে নগদ টাকা সহ বিদেশি! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সবংয়ে।
সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের চাঁদকুড়ি এলাকাই একটি বিদেশি মদের দোকানে লক্ষাদিক টাকা সহ বিদেশী মদ চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা।



রবিবার সকাল আটটা নাগাদ দোকানের মালিক মানস জানা যখন তার দোকানে আসেন।দেখেন দোকানের মেন দরজার চাবি ভাঙ্গা অবস্থায় রয়েছে। এরপর দোকানের ভেতরে গিয়ে তিনি লক্ষ্য করেন বেশ কয়েকটি চাবিতালা ভেঙে দোকানের বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি বিদেশি মদ সহ ক্যাশ কাউন্টার থেকে নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘটনার পরেই দোকানের মালিক সবং থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে খতিয়ে দেখেন।




পুলিশ সূত্রে জানা গিয়েছে দোকানে সিসিটিভি থাকলেও হার্ডডিক্স চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। এদিকে রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনায় মাথায় হাত দোকানের মালিকের।দোকান মালিক মানস জানা বলেন, ক্যাশ কাউন্টার থেকে নগদ এক লক্ষ ১১ হাজার টাকা সহ প্রায় ৫৬ হাজার টাকার বিদেশী মদ তুলে নিয়ে গেছে দুষ্কৃতীরা।
প্রসঙ্গত,একই কায়দায় গত দুদিন আগেই ডেবরার আষাড়ি সংলগ্ন এলাকায় একটি বিদেশি মদের দোকানে চুরি হয়। সেখানেও নগদ টাকা সহ দামি দামি বিদেশি মদ চুরি করে নিয়ে যায় চোরেরা।এবং সিসিটিভি র হার্ডডিস্কও তুলে নিয়ে যায়।


তবে কি মদের দোকানে চুরির ঘটনায় একই দুষ্কৃতী দল কি কান্ড ঘটাচ্ছে? একাধিক প্রশ্ন উঠছে! ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ আধিকারিকেরা ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ