শালবনীতে হবে ইস্পাত শিল্প! মহারাজের ঘোষণায় খুশির হওয়া!
ভারতীয় ক্রিকেট দলে এখনও অবধি সর্বকালের সেরা অধিনায়ক হিসাবে বারবার আলোচিত হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়েরও প্রেসিডেন্ট পদে থেকেছেন তিনি। তবে কি এবার বাংলার শিল্পেও মহারাজের আবির্ভাব হল?
ক্রিকেটার সৌরভ এবার শিল্পপতির ভূমিকায়। শালবনিতে ইস্পাত কারখানা গড়বেন মহারাজ। মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মাদ্রিদ থেকে এমনই একটি পোস্ট করেছেন সোশ্যাল মাধ্যমে। কুণাল লিখেছেন, ‘মাদ্রিদে সৌরভের ঘোষণা: পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছি। বাংলায় আমি লগ্নি করছি। আপনারাও আসুন। হতাশ হবেন না।’ একই কথা জানিয়ে টুইটও করেছেন কুণাল।
প্রসঙ্গত,এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনে রয়েছেন তিনি। মূলত এ রাজ্যে নতুন বিনিয়োগ আনতেই তাঁর এই সফর। সেই সফরেই সঙ্গী কুণাল ঘোষও। অন্যদিকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, মাদ্রিদে তাঁদের সঙ্গে থাকবেন সৌরভ গাঙ্গুলীও।এদিকে এ খবর প্রকাশ্যে আসতেই মহারাজের এই উদ্যোগে খুশি শালবনীর বাসিন্দারা সহ জেলাবাসী । খুশির হাওয়া জমিদাতাদের মধ্যেও।
উল্লেখ্য, শিল্পের জন্য বাম আমলে শালবনিতে প্রায় সাড়ে চার হাজার একর জমি নেয় জিন্দল গোষ্ঠী। শুরুতে ঠিক ছিল ইস্পাত কারখানা হবে। পরে ইস্পাত প্রকল্প স্থগিত করে, ঠিক হয় সিমেন্ট কারখানা তৈরি করবে জিন্দল গোষ্ঠী। এরপর গত ২০১৮ সালের জানুয়ারিতে সিমেন্ট কারখানার উদ্বোধনও করেন মুখ্যমন্ত্রী। প্রায় সাড়ে চার হাজার একর জমির মধ্যে মাত্র ১৩৪ একর জায়গাতে তৈরি হয়েছে এই সিমেন্ট কারখানাটি।
এবার পড়ে থাকা ৬০০ একর জমিতে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগে ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছেন সৌরভ। মাদ্রিদ এ এই বিজনেস কনফারেন্সে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে ছিলেন সৌরভ সহ স্পেন-ইন্ডিয়া কাউন্সিল ফাউন্ডেশন, স্পেন চেম্বার অব কমার্সের সদস্যরা।
0 মন্তব্যসমূহ