Header Ads Widget

ERTERTERT

রেল শহরে সোনার দোকানে ডাকাতি!চললো গুলি,আহত দোকানের মালিক সহ ২, গ্রেফতার পাঁচ

রেল শহরে সোনার দোকানে ডাকাতি!চললো গুলি,আহত দোকানের মালিক সহ ২, গ্রেফতার পাঁচ 



ফের দুষ্কৃতী দৌরাত্ম রেল শহর খড়গপুরে!দিনে দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের গোলবাজার এলাকায় একটি প্রখ্যাত সোনার দোকানে সোনা ক্রয় করার নামে করে দোকানে  ঢোকে চার দুষ্কৃতী। এরপর আচমকাই বন্দুক উচিয়ে লুটপাট শুরু করে।দোকানের মালিক কে লক্ষ্য করে গুলি ও এক কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মেরে চম্পট দেয়।



হাড় হিম করা এই ঘটনাটি ঘটে শুক্রবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ।রেল শহরের গোলবাজার এলাকায় তখন ভরা বাজার।ওই এলাকায় একটি বড় সোনা দোকানে সোনা ক্রয় করার ছলনায় চারজন সোনা দোকানে প্রবেশ করে।দোকানের কর্মীরা তাঁদের সোনা দেখাতে উদ্যত হলে,আচমকাই বন্দুক উঁচিয়ে লুটপাট শুরু করে।সেই সময় দোকানের মালিক আশিষ দত্ত কে তাক করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। বুকে গুলি লাগে তাঁর।এবং অন্য এক কর্মী হাতে ছুরি মেরে পালিয়ে যান দুষ্কৃতীরা।



ঘটনার পরেই চিল চিৎকারে স্থানীয় মানুষজন এসে দোকানের মালিক ও কর্মীকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে।
এদিকে ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ খড়গপুর থানার বিশাল পুলিশ বাহিনী।শহরের গুরুত্বপূর্ন এলাকায় পুলিশ আধিকারিকের নেতৃত্বে নাকা চেকিং চালানো হয়। অবশেষে বেশ কয়েক ঘণ্টা পর সাফল্য মেলে।পুলিশ সূত্রে জানা যায়, এই ডাকাতির ঘটনার পরেই পার্শ্ববর্তী থানা গুলিকে অ্যালার্ট করা হয়।পুলিশের নজরদারি চলাকালীন ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকা থেকে ৫ জন দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও একটি স্করপিও গাড়ি উদ্ধার হয়েছে।


জানা যাচ্ছে, ওই দোকানের মালিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সূত্রের খবর, একটি চরচাকা গাড়ি নিয়ে ৫ জনের একটি দুষ্কৃতীদল এসেছিল ডাকাতির উদ্দেশে। বাকিরা দোকানে ঢুকে পরিকল্পনা মতো লুটের ঘটনা ঘটালেও এক জন বাইরে দেখে তাদের সহযোগিতা করে এরপর ডাকাতি করে তারা এলাকা থেকে চম্পট দেয়।দিনের বেলা দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চরম আতঙ্কে শহরবাসী থেকে ব্যবসায়ী মহল।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ