Header Ads Widget

ERTERTERT

শিশু মৃত্যু! চাঞ্চল্য ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে

শিশু মৃত্যু! চাঞ্চল্য ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে


বিনা চিকিৎসায় শিশুর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে।


জানা যায়,পেট ব্যাথা ও বমিভাব নিয়ে বুধবার রাতে ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা ঘোষক্ষিরা এলাকার এক বাসিন্দা বছর ৪ এর এক শিশুকে রাত্রি ১১ টা নাগাদ ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন,হাসপাতালে প্রথমে একটি সিরাপ দেওয়া হয় তারপর ওই শিশুটির খিচুনি শুরু হয়, হন্তদন্ত হয়ে পরিবারের সদস্য এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ড ঘুরতে থাকেন কিন্তু কোন ডাক্তার ওইসময় ছিল না, নার্সকে পুরো বিষয়টি জানানোর পর কোন চিকিৎসা করাননি বলে অভিযোগ রাত্রি ২ টো নাগাদ একজন ডাক্তার আসেন এসে পরিবারের সদস্যদের জানান শিশুটি মারা গিয়েছে।




এ খবরের পরেই হাসপাতাল চত্বরে কান্নার রোল পড়ে যায়। হাউমাউ করে কাঁদতে কাঁদতে মৃত শিশুর মা বলেন ছেলেটার চিকিৎসা করালো না, চিকিৎসা পেলে আমার ছেলে বেঁচে যেতো।
বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতালে ক্ষোভ দেখাতে থাকেন মৃত শিশুর পরিবার সহ প্রতিবেশীরা। তারা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবি তোলেন।




এদিকে এ ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস,মন্ডল সভাপতি গোপাল রাও,বিজেপি নেতা শুভাশীষ ওম।তারা পরিবার পরিজনদের সান্তনা দেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি তন্ময় দাস ডেবরা হাসপাতাল কর্তৃপক্ষের ওপর এক রাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, "এর আগেও বিনা চিকিৎসার অভিযোগে একাধিক রোগীর মৃত্যু ঘটেছে। আমরা বারংবার হাসপাতাল কর্তৃপক্ষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার অনুরোধ জানিয়েছি। কিন্তু তারপরেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্য সেবিকারা তাদের কর্তব্য পালন করুন। কারোও গাফিলতিতে যদি শিশু মৃত্যু ঘটে থাকে আমরা প্রশাসন কে অনুরোধ জানাবো শাস্তির ব্যবস্থা নেওয়ার।"
ঘটনার পরেই ডেবরা হাসপাতালের সুপার ও ডেবরা থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ