Header Ads Widget

ERTERTERT

ময়নায় এবারে দূর্গা পূজার মণ্ডপ দুবাই এর চেস টাওয়ার

 


*দুবাই এর চেস টাওয়ার এর আদলে দুর্গা মন্ডপ ময়নায়।*

*আর কিছুদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। জেলাজুড়ে শুরু হয়েছে খুঁটি পূজা। জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি এবার ময়নার দক্ষিণ হরকুলি গ্রামের মিলন তীর্থ ক্লাব এর পূজোয় থাকছে বিশেষ চমক।এই ক্লাবের ও আজ জন্মাষ্টমী তিথিতে খুঁটি পুজো সম্পন্ন হল ।এই ক্লাবের পূজো এবছর ১১ বছর এ পদার্পণ করল । এবছর এই ক্লাবের আকর্ষণ দুবাই এর চেস টাওয়ারের আদলে তৈরি হবে ।*



      *কমিটির আয়োজক কর্তারা জানান , আমাদের এই থিম আশা রাখছি সবার নজর কাড়বে । আজ থেকেই কাজ শুরু হচ্ছে ।ময়নাবাসী সহ গোটা জেলাবাসী কে আমরা আমরা আমন্ত্রণ জানাচ্ছি । এই বিষয়টিকে আমরা তুলে ধরতে পারলে অনেক অজানা তথ্য মানুষ জানতে পারবে ও উপভোগ করবে ।*



*ময়না থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট*


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ