রাতভর টানা বৃষ্টিতে দেওয়াল ভেঙে আহত ১ শিশু সহ আহত একাধিক।
রাতভর টানা বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে পরিত্যক্ত একটি মাটির দেওয়াল ধসে পড়ে পাশের একটি পাকার বাড়ির দেওয়ালে, সেই পাকা বাড়ির দেওয়াল চাপা পড়ে আহত ২, তাঁদের মধ্যে আশঙ্কা জনক এক নাবা*লক এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড এর সতী বাজার এলাকায়।
জানা যায়, শনিবার রাত্রি প্রায় দশটা নাগাদ সতীবাজার এলাকার এক বাসিন্দা বাসুদেব বায়েন এর পাকার বাড়িতে ধসে পড়ে পাশের একটি মাটির পরিত্যক্ত বাড়ির দেওয়াল। আর সেই পাকা বাড়ির দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় দুইজন তাদের মধ্যে আশঙ্কাজনক এক নাবা*লক। ভয়াবহ এই ঘটনায় রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায়। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা এসে ওই ভাঙ্গা দেওয়াল সরিয়ে তাদের উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই নাবালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনায় পরিবার ও এলাকার বাসিন্দাদের অভিযোগ বারবার কাউন্সিলর কে জানিয়েও কোন সূরাহা হয়নি। গতকাল এমন ঘটনা ঘটার পরে রাতেই পরিবারের সদস্যরা কাউন্সিলর কে ফোন করে গোটা ঘটনার বিবরণ জানান। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হন কাউন্সিলর, এরপর তাঁকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখান এলাকার ক্ষুব্ধ মানুষ।
0 মন্তব্যসমূহ