Header Ads Widget

ERTERTERT

শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক এ আয়োজিত হল আয়ুষ মেলা


আজ থেকে শুরু হল আয়ুষ মেলা। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গীনি ব্লকের বল্লু্ক হাট এলাকায় এই মেলা আয়োজন হল।

উল্লেখ্য এই মেলায় আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ও যোগা এর দ্বারা কীভাবে সুস্থ থাকা যায় ,সেই বিষয়ে ডাক্তারবাবুর পরামর্শ মিলবে।

   আজ থেকে দুইদিন এই মেলা চলবে।আজ জানুবসান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে এই মেলা এর আগে রেলি করে অনুষ্ঠান এর সূচনা হয়।

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সাস্থ্য দফতরে একাধিক আধিকারিক ও ডাক্তারবাবু রা।

   কীভাবে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি দ্বারা সুস্থ রোগ নিরাময় করা সম্ভব সেবিষয়ে পরামর্শ দেবেন ডাক্তার বাবুরা। 

এই মেলায় নানা ধরনের স্টল রয়েছে, যেখানে নানা আয়ুর্বেদিক ওষুধ ও হোমিওপ্যাথি ঔষধ রয়েছে। ডাক্তারবাবু দের কাছে চিকিৎসা করার নানা বন্দোবস্ত রয়েছে এই মেলায়।বিগত দুদিন তারা চিকিৎসা পরিসেবা দেওয়ার জন্য বসবেন মেলায়। প্রয়োজনীয় ঔষধ‌ও সরবারাহ করা হবে বলে জানিয়েছেন ‌।

 শুধু তাই নয় ছবি আঁকা, ব্যয়াম, বাউল গান, যেমন খুশি সাজো, পুতুলনাচ প্রভৃতি আয়োজন হবে।

বিনামূল্যে সাস্থ পরিসেবা ও রোগ নিরাময় এর ব্যবস্থা করা হবে এই মেলায়।

জেলা সাস্থ আধিকারিক এর কথায়, বর্তমানে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি চিকিৎসা এর গুরুত্ব কমে গিয়েছে।তাই এই চিকিৎসার উন্নতিকল্পে এই উদ্যোগ সারা রাজ্য বিভিন্ন ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে।

এলোপ্যাথিক চিকিৎসা বর্তমানে বেশি গুরুত্ব লাভ করছে , কিন্তু এর নানা ক্ষতিকারক প্রভাব রয়েছে।তাই হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক এর মাধ্যমে সাইড প্রভাব ছাড়া ভালো চিকিৎসা দেওয়াই এর মূল লক্ষ্য।


তমলুক থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জে বি লাইভ নিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ