Header Ads Widget

ERTERTERT

নেতাজি সুভাষ চন্দ্র বসুর পূজো হল মহা সমারোহে

 তেত্রিশ কোটি দেবতার দেশ ভারতবর্ষ। আমাদের দেশে দেব দেবীর যেমন অভাব নেই তেমনি অলিতে গলিতে অভাব নেই মন্দিরের। কিন্ত স্বাধীনতা সংগ্রামী দেশনায়কের মন্দির শুনেছেন কি কখনও??

আমাদের এই রাজ্যেই আছে এমন এক মন্দির যেখানে দেবতাদের পাশে এক আসনে সারা বছর পূজো পান নেতাজি সুভাষ চন্দ্র বসু।



জলপাইগুড়ির মাসকালাইবাড়ির এলাকায় অবস্থিত শ্রী পঞ্চমূখী হনুমান মন্দির, আর এখানেই রাম-সীতা-হনুমান হর-পার্বতীর পাশাপাশি পূজো হয় নেতাজির।একদিন নয় সারা বছর ধরেই চলে নেতাজি পূজো।গত সত্তর বছর ধরেই চলে আসছে।বিশেষ করে 23শেজানুয়ারি অনেক মানুষের সমাগম হয় ভারতের একমাত্র নেতাজি মন্দিরে। জন্মদিনে নিবেদন হয় স্পেশাল পরমান্ন ভোগ।এবছর ও মহাসমারোহে পালিত হল নেতাজি পূজো।


জলপাইগুড়ি থেকে কল্পিতার রিপোর্ট JB News

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ