Header Ads Widget

ERTERTERT

মেছেদা য় কেন্দ্রীয় সরাস্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা, জেলাজুড়ে উন্মাদনা


জেলা পূর্ব মেদিনীপুর। বরাবরই রাজনৈতিক মহলে চর্চার জেলা। শুভেন্দু অধিকারী তৃনমূল এ থাকাকালীন সময় থেকেই এই জেলার মাটিতে নানা রাজনৈতিক কর্মসূচি জুড়ে এই জেলা প্রথম সারিতে।


   বর্তমান এ শুভেন্দু অধিকারী বিজেপিতে।আর শুভেন্দু অধিকারী এর জেলাতেই পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা শহরে সেন্ট্রাল বাসস্ট্যান্ড এর কাছে মিতালী সংঘের মাঠে আগামী ২৯ শে জানুয়ারি বিজেপির কর্মী সভায় যোগ দিতে আসছেন কেন্দ্রীয় সরাস্ট্রমন্ত্রী অমিত শাহ।আর তা নিয়ে জেলার নেতাদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

  উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও কাঁথি লোকসভা ও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও মেদিনীপুর লোকসভা ও ঝাড়গ্ৰাম লোকসভার মানুষদেরকে নিয়ে এই সভা।

    সামনেই লোকসভা ভোট।আর জেলার মাটিতে অমিত শাহের সভা ।সব মিলিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।



    বরাবরই পূর্ব মেদিনীপুর জেলার দুই লোকসভা আসন অধিকারী পরিবারের সদস্যদের প্রার্থী করত তৃনমূল। কিন্তু তারা এখন বিজেপি তে।তাই অমিত শাহের সভা এই ভোটের মূহুর্তে,এক মাস্টার স্টোক বলে মনে করেন রাজনৈতিক মহল‌।

জানা গিয়েছে, দুপুর ১২ টায় এই সভা অনুষ্ঠিত হবে ও হেলিকপ্টার এ তিনি মেছেদা পৌঁছবেন বলে জানা গিয়েছে,তার জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হবে।

 বিজেপি নেতা শ্যামল মাইতি  ও বামদেব গুছাইত জানিয়েছেন, তৃনমূল সরকারের দুর্নীতি ও অত্যাচার এর বিরুদ্ধে সোচ্চার হয়ে মানুষ এই সভায় যোগ দেবেন।দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিজেপি কর্মীদের ডাকে এই সভা। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির হাত শক্ত করতে এই অমিত শাহের সভা। ইতিমধ্যে মাঠ পরিদর্শন করেন জেলা বিজেপি নেতৃত্বেরা।


মেছেদা থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জে বি নিউজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ