কৃষি পণ্যের সহায়ক মূল্য এমএসপি আইন করা,সার বীজ কীটনাশক বিদ্যুৎ ডিজেল কম দামে সরবরাহ, ১০০ দিনের কাজের বকেয়া টাকা ও কাজ দেওয়া, কৃষি ঋণ মুকুব করা ও রেশন দুর্নীতি বন্ধ করা সহ অন্যান্য দাবিতে। সংযুক্ত কিষান মোর্চার আহবানে। আজ ছাব্বিশে জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে একটি ট্রাক্টর সহ মোটরসাইকেল সাইকেল রেলি হয় এই রেলি মানিকতলা মোড় থেকে শুরু করে পুরো শহর জুড়ে হসপিটাল মোড়ে শেষ হয় ।
একটি ট্রাক্টর সহ একশোর বেশি স্বেচ্ছাসেবক এই মিছিলে সাইকেল ও মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি কমরেড উৎপল প্রধান। জেলা সম্পাদক কমরেড জগদীশ সাউ ও জেলা অফিস সম্পাদক কমরেড প্রবীর প্রধান র্যালি শেষে এই সভায় সভাপতিত্ব করেন কমরেড প্রবীর প্রধান।দিল্লি আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য তুলে ধরেন জেলা সম্পাদক কমরেড জগদীশ সাউ ।
এছাড়াও ২০২১ সালে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী লিখিত প্রতিশ্রুতি দিয়েও কৃষকদের প্রতি যে বঞ্জনা করেন তা বিস্তারিত ভাবে বক্তব্য রাখেন জেলা সভাপতি কমরেড উৎপল প্রধান এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করে তোলার জন্য জনসাধারণকে আন্দোলনের হাতিয়ার গ্রামে গ্রামে কিষান সংগ্রাম কমিটি গড়ে তোলার আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ