আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবসে কুড়িজন দিব্যাঙ্গদের হুইল চেয়ার প্রদান ও শিশু পাচার,বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা দেয় নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি
নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতিতে সকাল থেকে পতাকা উত্তোলন ,মাল্যদান , পুষ্পার্ঘ নিবেদন ও প্রায় দুই শতাধিক স্কুল ছাত্র ছাত্রী অভিভাবক ও দিব্যং ব্যক্তিদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে পালন করা হয় ৭৫তম প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলনের পরে ভারতের সাংবিধানিক প্রস্তাবনা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এই প্রভাত ফেরিতে নিমতৌড়ি ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে বার্তা দেওয়া হয় শিশু পাচার ও বাল্যবিবাহের প্রতিরোধ গড়ে তোলার জন্য।এছাড়াও কুড়িজন দিব্যং ব্যক্তিদের হুইল চেয়ার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা সমাজ কল্যাণ আধিকারিক সুদীপ্ত বিশ্বাস মহাশয়, ইউনিসেফ জেলার কোঅর্ডিনেটর মৃণাল কান্তি ভট্টাচার্য মহাশয়, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত মহাশয়, অপু গায়েন, রবীন্দ্রনাথ দিন্ডা,মালতী চক্রবর্তী, রামচন্দ্র মান্না, রবীন্দ্রনাথ সংগ্রাম, শিবরাম চক্রবর্তী , শেফালী পাত্র প্রমূখ। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
জাহাঙ্গীর বাদশার রিপোর্ট JBNews
0 মন্তব্যসমূহ