একাধিক দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি বাজার ও গ্ৰাম উন্নয়ন কমিটির প্রতিবাদ সভা। এলাকার বহু মানুষ একত্রিত হয়ে আজ এই প্রতিবাদে সামিল হয়েছেন।
উল্লেখ্য গ্ৰামের মানুষ ও দোকানপাট বৃন্দ এর দাবি হল,জুয়া মুক্ত গ্ৰাম ও বাজার চাই,মাদক ব্যবসা বন্ধ করতে হবে গ্ৰাম সহ বাজারে, সাস্থ সচেতনতা বিধি মেনে চলতে হবে, একত্রিত হয়ে বাজারের সমস্ত নিয়ম রচনা করতে হবে।
বাজার কমিটি এদিন প্রজাতন্ত্র দিবস উদযাপন করেন ও ওইদিন ই গ্ৰাম ও বাজার কমিটির পক্ষ থেকে বাজার ও গ্ৰামে অস্থায়ী ভাবে চলা মদ,জুয়া ও নানা ধরনের অসভ্য মূলক ও সমাজের ক্ষতিকারক সবকিছু বন্ধের আহ্বান জানানো ও তা না হলে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
জাতির ভবিষ্যৎ কে লক্ষ্য করে তাদের ও সমাজের মানুষের উন্নয়নের কথা ভেবে এই পদক্ষেপ। এদিন বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয় ,যদি কেউ গ্ৰাম বা বাজারে এই ধরনের অসাধু ব্যবসায়ী কে ধরিয়ে দিতে পারেন,তাহলে বাজার কমিটির পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে।
এদিন বাজার ও গ্ৰাম কমিটির এই উদ্যোগ কে সবাই সাধুবাদ জানিয়েছেন ও এই উদ্যোগ এ পাশে থাকার জন্য সবাই সামিল হয়েছেন।
নিমতৌড়ি থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জে বি লাইভ নিউজ
0 মন্তব্যসমূহ