Header Ads Widget

ERTERTERT

পদ খুইয়ে বেসুরো সৌমেন. প্রকাশ্য মঞ্চ থেকে তৃতীয় শক্তি উত্থানের আভাস দিলেন প্রাক্তন মন্ত্রী

 


সম্প্রতি পাঁশকুড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের একটি মেলার উদ্বোধন করতে এসে বক্তব্য দিতে ওঠে প্রকাশ্য মঞ্চ থেকে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তিনি বলেন তার পদ না থাকায় জেলার ডিএম এসপি থেকে শুরু করে এলাকার চেয়ারম্যান তার মেলায় যান নি,

 আজ হয়তো আমার পদ নেই তাই আমার কোন দুঃখ নেই, আমার কোন আক্ষেপ নেই কারো বিরুদ্ধে কিছু বলি না, দেখবেন একেকটা শক্তি ক্ষয় হলে  তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, এটাও সবার মনে রাখা দরকার, আর তৃতীয় শক্তি যদি মাথা চাড়া দেয় অবিভক্ত মেদিনীপুর মানে জানেন গোটা ত্রিপুরা রাজ্যের 

থেকে বেশি মানুষ সেখানে বসবাস করে, আমি সেটা চাই না ।

সহ্য করতে করতে একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে। আমি চাইনা সেটা হোক।

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট JBNews

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ