জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা।বিএসএফ সূত্রে জানা যায় তরিকুল ইসলাম গাজী নামে ওই পাচারকারী আজ একটি টোটো গাড়ির মধ্যে ৬,পিচ সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসায় হাকিমপুর চেকপোষ্টে টোটো গাড়িটি আটক করে তল্লাশি করলেই টোটোর সিটের তলা থেকে বেরিয়ে আসে ছ পিস সোনার বিস্কুট। যার ওজন ৬৮৬ গ্রাম, আনুমানিক বাজার মূল্য ৪৪ লক্ষ টাকা।
টোটো গাড়ি, সোনার বিস্কুট সহ ধৃত পাচারকারী কে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ধৃত পাচারকারীকে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। গত এক সপ্তাহে ১৪, পিস সোনার বিস্কুট উদ্ধার করল সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ সূত্রে জানা যায় সীমান্ত এলাকায় পাচারকারীরা যথেষ্ট সক্রিয় হয়েছে, কিন্তু বিএসএফের চোখ এড়িয়ে পার পাচ্ছে না পাচারকারীরা। সীমান্তে কড়া পহরায় বারবার ব্যর্থ হচ্ছে পাচারকারীরা, এই পাচারকারীর সঙ্গে বড় কোনো পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেই বিষয়ে তদন্ত নেমেছে সীমান্ত রক্ষী বাহিনী ও শুল্ক দপ্তরের আধিকারিকরা।
0 মন্তব্যসমূহ