Header Ads Widget

ERTERTERT

উপকূল রক্ষবাহিনীর প্রতিষ্ঠা দিবসে বিশেষ সূচনা ইন্ডিয়ান কোস্ট গার্ডের ইন্সপেক্টর জেনারেল ইকবাল সিং চৌহানের


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:হলদিয়া: প্রতিষ্ঠা দিবস পালন করলো ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হলদিয়ায় থাকা রাজ্য হেডকোয়ার্টারে । মঙ্গলবার হলদিয়ার হোভার পোর্টে ৪৮ তম দিনটি পালনের আয়োজন করা হয় ।

 ইন্ডিয়ান কোস্ট গার্ডের ইন্সপেক্টর জেনারেল ইকবাল সিং চৌহান এ দিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এই দিনটি সম্পর্কে তিনি বলেন,"সমুদ্র উপকূলবর্তী এলাকা নজরদারিতে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে । বিপদাপন্ন মানুষকে উদ্ধার করার পাশাপাশি বহু জাহাজকেও বিপদের হাত থেকে বাঁচিয়েছে । কয়েক হাজার মৎস্যজীবী আমাদের জওয়ানদের চেষ্টায় প্রাণে বেঁচেছেন । আমাদের কাজ এখানেই থেমে নেই । সমুদ্রে উপকূলবর্তী এলাকায় জল দূষণ প্রতিরোধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করে থাকি । সমুদ্রে যাতে কোনো রকম ভাবে প্লাস্টিক ফেলা না হয় সে ব্যাপারে নিরন্তর প্রচার অভিযান চালানো হয় ।"

পশ্চিমবঙ্গ সমুদ্র উপকূলের নিরাপত্তা যোদ্ধার করতে বাড়ানো হয়েছে নজরদারি । এই কর্মকাণ্ডে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের ‌ সাহায্য নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ, পূর্ব মেদিনীপুরের জুনপুট সহ চারটি জায়গায় রেডার স্টেশন করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন । ইতিমধ্যে ফ্রেজারগঞ্জের কাজ সম্পূর্ণ হয়েছে‌ । চলছে জুনপুট রেডার স্টেশনের কাজ । চলতি বছরের আগস্ট মাসের মধ্যে চারটি রাডার স্টেশন গড়ার কাজ সম্পন্ন করার টার্গেট নিয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের হলদিয়া হেডকোয়ার্টার ।‌ ইতিমধ্যে সাগরে নাইট ভিশান ক্যামেরা বসানো হয়েছে ।‌ রাতে সূচালো ভাবে নজরদারি করার জন্য এই প্রযুক্তির ব্যবহার নিরাপত্তাকে জোরদার করবে মনে করছেন কোস্টগারকর্তারা । 

জলপথের পাশাপাশি আকাশ পথে দুটি ডর্নিয়ার কপ্টার ২৪ ঘন্টা নজরদারির কাজে নিয়োজিত । আগামী দিনে দীঘা থেকে হলদিয়া, ডায়মন্ড হারবার হয়ে ফ্রেজারগঞ্জ পর্যন্ত উপকূল এলাকায় কড়া নজরদারি জানি ডাকছে এই উপকূল রক্ষী বাহিনী । উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তার সরঞ্জাম ব্যবহারেও তারা বিশেষ জোর দিয়েছেন । সেজন্য বছরের বিভিন্ন সময়ে উপকূল এলাকার মৎস্যজীবীদের নিয়ে তারা বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করেছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ