শীত মানেই কমলালেবুর মরশুম।বাজারে হরেকরকম কমলালেবুর পশরা সাজিয়ে বসেছে দোকানিরা।বাজার থেকে কমলালেবুতো কিনে সবাই খেয়ে থাকি কিন্ত গাছে কমলালেবু ফলে থাকতে দেখতে চান।তবে আসতে হবে কমলালেবুর গ্রাম সিটং। উওর বঙ্গের পাহাড় ঘেরা অপরূপ সুন্দর এই গ্রামগুলি তার মধ্যে এই কয়েক শো কমলা লেবুর গাছ এখানকার পর্যটন শিল্পকে আলাদা মাত্রা দিয়েছে। আর এখান কার কমলালেবু ভীষণ সুস্বাদু ও গুণগতমান ভালো। পাশাপাশি ঘুরে নিতে পারবেন অহলদারা ভিউ পয়েন্ট,নামথিং পুখুরি, বিরিক,মংপু সহ একাধিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ি এলাকা।আর এই কমলালেবুর গ্রাম টি চারিদিকে পাহাড়ে ঘেরা। পর্যটক দের আলাদা আকর্ষন বাড়াবে। আর পারলে আপনি এই কমলালেবুর গ্রাম থেকে কমলালেবু কিনতেও পারবেন।
কিভাবে আসবেন এই কমলালেবুর গ্রামে চলুন জেনে নিই:- কলকাতা থেকে ট্রেন বা ফ্লাইটে NJP বা বাগডোগরা। সেখান থেকে ভাড়ার কিম্বা শেয়ারের গাড়িতে মাত্র দেড় ঘণ্টায় পৌছে যাবেন সিটং। দুরত্ব 35 কিলোমিটার। কোথায় থাকবেন:- সিটং,অহলদারায় আছে অনেক হোম স্টে।আধুনিক টেন্ট বা তাঁবুতে রাত কাটানোর ব্যবস্থা আছে। কমলাগ্রাম সিটং থেকে কল্পিতার রিপোর্ট jb নিউস
0 মন্তব্যসমূহ