Header Ads Widget

ERTERTERT

খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের উদ্যোগে পদযাত্রা

 


খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মপক্ষ উপলক্ষ্যে সকালে মহিলারা লালপাড় সাদা শাড়ি পরে সঙ্গে শঙ্খ বাজিয়ে এবং পুরোহিতরা ঘন্টা বাজিয়ে  মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সকলের মঙ্গল কামনায় রাজহাটি মধ্যারাঙ্গ এলাকায় র‍্যালী, র‍্যালীতে প্রশাসনিক সামাজিক বার্তা নিয়ে পদযাত্রা । তারপর  AWARENESS ক্যাম্প এবং ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির হুগলী গ্রামীন পুলিশ দ্বারা পরিচালিত,

নতিবপুর গ্রামীন হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরিষেবা, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান, বস্ত্র এবং মশারি বিতরণ, অনুষ্ঠিত হয় খানাকুল থানার অন্তর্গত শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘের প্রাঙ্গনে ।


সহযোগিতায় - অনুষ্ঠানের বিশেষ অতিথি সুপ্রভাত চক্রবর্ত্তী আরামবাগ SDPO, শুভাসিনি ই আরামবাগ SDO, আরামবাগ সার্কেল ইন্সপেক্টর উত্তম দেবনাথ, সুশান্ত ঘোষ খানাকুল বিধায়ক , মধুমিতা ঘোষ খানাকুল ২ ব্লকের BDO, জামিরুদ্দিন খলিফা সমিতি এডুকেশন অফিসার খানাকুল ২ ব্লক , রাসেল পারভেজ খান খানাকুল OC , সুস্মিতা দাস আরামবাগ মহিলা থানার ওসি , রুম্পা মন্ডল খানাকুল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি , উমা ঘোষ নারী ও শিশু কল্যাণ বিভাগের খানাকুল ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ , জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মদক্ষ খানাকুল ২ পঞ্চায়েত সমিতির তরুণ মাঝি , এলাকার ১১ টি গ্রাম পঞ্চায়েত প্রধান উপ প্রধান , নতিবপুর স্বাস্থ্যকেন্দ্রর BMOH ডক্টর রক্তিম চ্যাটার্জী,  জ্ঞানাদা বালিকা বিদ্যালয়, খানাকুল দক্ষিণ চক্রের এস আই সহেলি মান্না, কুমারহাট হাইস্কুল, নন্দনপুর রূপচাঁদ একাডেমি, অতুল বিদ্যালয়, রাজহাটি ইলেকট্রিক অফিসের এস. এস. - পি. বসাক, শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সংঘ মধ্যারাঙ্গ কমিটি,নিগমানন্দ শিশু পাঠ মন্দির,  গৃহ শিক্ষক তারাপদ শেঠ , সহযোগিতায় ছিলো লায়ন্স ক্লাব মধ্যারাঙ্গ , রামমোহন ২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সুজিত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী স্বপন হাজরা, প্রদীপ নন্দী , সুপ্রিয়া মূলো , কালিমাতা মিষ্টান্ন ভান্ডার রাজহাটি,সহ ট্রাষ্টের সদস্য সদস্যা এবং বিভিন্ন স্কুলের ছাত্রীরা ।


ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির, বাল্যবিবাহ রোধ হুগলী গ্রামীন পুলিশ এবং খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাষ্টের যৌথ উদ্যোগে । অন্য প্রসাদের ব্যবস্থা ছিলো প্রত্যেকের জন্য ।মশারি ও বস্ত্র বিতরণ হয়েছে ট্রাষ্টের উদ্যোগে ।

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট JB News 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ