Header Ads Widget

ERTERTERT

হলদিয়ার সুতাহাটায় রাতের অন্ধকারে ঘড়ের গাদায় আগুন?

 


সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালি রোড বাসপুলের কাছে  গৌরাঙ্গপুর গ্রামের কাছে রাস্তার ধারে ঘড়ের গাদা ছিল সেই খড়ের গাদায় রাতের অন্ধকারে কে বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। সকালেই দেখে মানুষ হতবাক হয়ে যায় সূত্রে জানা যায় শিল্পশহর হলদিয়া ভজ্য তেল কারখনায় খড় সাপ্লাই দেওয়া হতো। ভোজ্য তেল গাড়িতে নিয়ে যাওয়ার সময় গাড়ির নিচে বিছানো হতো এই খড। সেই খড় এখান থেকেই সাপ্লাই দেওয়া হতো। প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার খড় মজুদ ছিল বলে জানান সেখ সানোয়ার আলী।



প্রায় পাঁচ থেকে ছয় লক্ষাধিক টাকার খড় মজুত ছিল বলেও জানা যায়,  দমকলকে ডাকার মত সময় হয়ে উঠেনি।  শীতের রাতে সকলেই বাড়িতে যখন সেই সময় আগুন সকালে দেখে সবটাই পুড়ে ছাই হয়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ