Header Ads Widget

ERTERTERT

জাতীয় ভোটার দিবসে শোভাযাত্রা করলো দিব্যাঙ্গরা




25 শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে পৃথিবীর  বৃহৎ গণতান্ত্রিক দেশে ভোটাধিকার প্রতিটি নাগরিকের সমান অধিকার , নিজের ভোট নিজে দেওয়াই আমাদের দেশের সংবিধানে উল্লেখ আছে ।জাতীয় নির্বাচন কমিশনের দিব্যাঙ্গ ভোটারদের ভোট নিজেদের দেওয়া নানান বন্দোবস্ত আছে। ব্রেইন পদ্ধতিতে ভোট দান, বুথকেন্দ্রে  এক জল ,নার্স ,হুইলচেয়ার আর বাড়ি থেকে বুথ কেন্দ্রে আসার জন্য বিশেষ ব্যবস্থার সঙ্গে  সঙ্গে বুধকেন্দ্রে আসা অপারগ দিব্যাঙ্গদের বাড়িতে গিয়ে ভোটদানের অধিকার নেওয়া বন্দোবস্ত রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় 26 হাজার দিব্যাঙ্গ ভোটার রয়েছেন। তাদের নিজের ভোট নিজে দেয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক।



 আজকের জাতীয় ভোটার দিবসে গণতন্ত্রের এই খুশির  আনন্দের দিনে দিব্যং ভোটাররা শোভাযাত্রায় শামিল হয়। এই দিন জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণসহ নিমতৌড়ি চৌরাস্তা এলাকায় শোভাযাত্রা পরিক্রমা হয়। এই দিনে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চন্ডিপুরের রবীন্দ্রনাথ সংগ্রাম, শহীদ মাতঙ্গিনী ব্লকের উত্তম দা ,রুনু জানা, শম্পা দাস ,দৃষ্টিহীন বীরেন সিং, ময়নার গঙ্গারাম আদক, কানাই ভৌমিক হলদিয়া উত্তম দাস সহ প্রায় শতাধিকদিব্যং জন এই দিনের শোভাযাত্রায় শামিল হন। দিব্যং ভোটারদের আইকন সুভাষ মন্ডল জানান সাধারণ নাগরিকদের সঙ্গে আমাদেরও নিজের ভোট নিজে দেওয়া গণতান্ত্রিক অধিকার আজকের গণতন্ত্রের উৎসবের দিনে আমি একজন দিব্যং আইকন ভোটার। এই শোভাযাত্রায় শামিল হতে পেরে আনন্দিত। এখন থেকে বাংলায় দিব্যং ভোটারদের বার্তা দিতে চাই সকল দিব্যাঙ্গ ভোটাররাও নির্বিঘ্নে ভোটদানে অংশগ্রহণ করুন। নিজের ভোট নিজে দিন রাজ্য নির্বাচন কমিশন সব ব্যবস্থা করবে প্রতিবন্ধীদের উন্নয়নের অধিকার রক্ষা সমিতির সাধারণ সম্পাদক শ্রীযোগেশ  সামন্ত বলেন আমাদের দেশে ভোট দান এক  সাংবিধানিক অধিকার জাতীয় ভোটার দিবসে পালন করতে পেরে আমরা গর্বিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ