Header Ads Widget

ERTERTERT

*২৯ শে জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের লোকসভার প্রচার শুরু করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহা। শুভেন্দু জেলা দিয়ে শুরু প্রচার। আজ মেচেদার সভার স্থল ঘুরে দেখলেন কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে ‌ও বিজেপি কেন্দ্রীয় দল।*


 *২৯ শে জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের লোকসভার প্রচার শুরু করছেন স্বরাষ্ট্রমন্ত্রী  সাহা। শুভেন্দু জেলা দিয়ে শুরু প্রচার। আজ মেচেদার সভার স্থল ঘুরে দেখলেন কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে ‌ও বিজেপি কেন্দ্রীয় দল।*

আগামী ২৯ শে জানুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার করবি বৈঠক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে জানা যায় যে ২৯শে জানুয়ারি দুপুর বারোটার সময় মেচেদা মিতালী সংগ্রহ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়ার বুথ ভিত্তিককর্মীদের নিয়ে বৈঠক করবেন তবে বিজেপির নেতৃত্ব দাবি কর্মী বৈঠক হলেও জনসভা আকার নেবে এই অমিত শাহার জনসভা। আজ পশ্চিমবঙ্গের বিজেপিরকেন্দ্রীয় মঙ্গল পান্ডে সব বিজেপি কেন্দ্রীয় দল পর্যবেক্ষক মাঠ পরিদর্শন করে । এই জনসভায় উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ বিজেপি সাংসদ ও বিধায়ক এবং নেতৃত্বরা। এই নিয়ে মাঠ পরিদর্শন করার পরে মেছেদার কিছুটা দূরে শেরে বেঙ্গল ধাবায় কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব বৈঠক করেন।

 জাহাঙ্গীর বাদশার রিপোর্ট jb নিউস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ