ঝাঁটা হাতে দিঘাতে প্রায় ২০০০ মহিলার রেলি চলছে।
র্যালিতে হাটছেন শুভেন্দু অধিকারী। চলতি মাসের পাঁচ তারিখ দিঘাতে রাতের অন্ধকারে পর্যটক মহিলাকে মারধর ছিনতাই এর পাশাপাশি ধর্ষণের ঘটনার প্রতিবাদে এই রেলি।
ওল্ড দিগার সৈকত আবাস মোড় থেকে নিউ দীঘা পর্যন্ত এই রেলি চলছে। মহিলারা ঝাঁটা হাতে তুমুল বিক্ষোভ প্রতিবাদ স্লোগান।
পুলিশের বিরুদ্ধে গাফিলতীর অভিযোগ তুলে বিক্ষোভ স্লোগান। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবিতে স্লোগান। সরকারের প্রশাসনিক ব্যবস্থার উপর গাফিলতির কটাক্ষ স্লোগান।
0 মন্তব্যসমূহ