জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:রাজ্য তথা পূর্ব মেদিনীপুর জেলার নানা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে নানা দফা জুড়ে।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গীনি ব্লকের জামিত্যা সমবায় সমিতির নির্বাচনের আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
উল্লেখ্য ২৫ শে ফেব্রুয়ারি নির্বাচন এর দিন ঘোষিত হয়,সেই হিসেবে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এ লক্ষ্য করা যায়, তৃনমূল কংগ্রেসের ৪৪ জন ছাড়া অন্য রাজনৈতিক দল প্রার্থীরা মনোনয়ন জমা না দেওয়ায়।তাই স্বাভাবিক ভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তৃনমূল কংগ্রেসের সব প্রার্থীরা।
উল্লেখ্য দীর্ঘদিন ধরেই এই সমবায় সমিতির দখলে রয়েছেন তৃণমুলের। খারুই এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান সেক সেরাজুল এর নেতৃত্বে এই সমবায় দীর্ঘদিন ধরে তৃনমূল কংগ্রেসের ক্ষমতায় রয়েছে।
জয়ী তৃনমূল নেতারা জানান, এই সমবায় সমিতির আগের থেকে বহু উন্নয়ন হয়েছে,তাই বিরোধী এখানে প্রার্থী দেননি। তৃণমুলের মনোনিত সব প্রার্থীই জয়লাভ করল।
আগামী দিনেও এই উন্নয়ন এর ধারা অব্যাহত থাকবে তৃনমূল কংগ্রেসের উন্নয়ন দ্বারা। এই সমবায় ভোটে রাম বাম প্রার্থীই দিতে পারেনি। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সমবায় ভোটে জয়লাভ করার পরে সুবুজ আবির মেখে বাজনা নিয়ে মিছিল এলাকা পরিক্রমা
0 মন্তব্যসমূহ