Header Ads Widget

ERTERTERT

ব্যাংকের লোন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত বেশ কয়েকজন

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:ব্যাংকের লোন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত বেশ কয়েকজন।আহতদের পাঁশকুড়া ও তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার চাম্পাডালি গ্রামে ব্যাংক এর গ্রুপ লোন নিয়ে বচসা তার পরে দুই পক্ষের মধ্য সংঘর্ষ। আর এই সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা।


 অভিযোগ ১০ জনের গ্রুপ লোন সেংসান হয দশ লক্ষ টাকা। দশ জনের মধ্যে সাত জন পায় সাত লক্ষ টাকা। আর তিন জন কেনো লোন এর টাকা পেলো না এই নিয়ে বচসা। তার পরেই দুপক্ষের মধ্যে  ব্যাপক সংঘর্ষ ঘটে তাতে করে দুই পক্ষের সাত জন আহত হয়েছে তার মধ্যে মাহিলা ও আআছে।


 আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কা জনক থাকায় তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। আর কয়েকজন কে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্দে পাঁশকুড়া থানার পুলিশ। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট jb নিউস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ