Header Ads Widget

ERTERTERT

মাধ্যমিক পরীক্ষার দিনগুলি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বাস ভাড়া ফ্রি


 মাধ্যমিক পরীক্ষার্থী জন্য সুখবর। পরীক্ষার দিনগুলি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বাস ভাড়া ফ্রি করল জেলা প্রশাসন ও বাস মালিক সংগঠন। সরকারি ও বেসরকারি বাসে পরীক্ষা যাওয়ার পথে দিতে হবে না কোন ভাড়া।

 রাত পেরোলে মাধ্যমিক পরীক্ষা। আর এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের ভাড়া মুকুট করল বাস মালিক সংগঠন।



আগামীকাল অর্থাৎ 2 ফেব্রুয়ার মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের প্রথম বড় পরীক্ষায় বশতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার মোট পরীক্ষার্থীক 66221 


ছাত্র পরীক্ষার সংখ্যা -৩১৮৬৪

ছাত্রী পরীক্ষার সংখ্যা -৩৪৩৫৭


মেন পরীক্ষা কেন্দ্র ৭৩টি এবং সহযোগী পরীক্ষা কেন্দ্র ৩৭ টি


পূর্ব মেদিনীপুর জেলা বাস মালিক সংগঠনের তরফ থেকে জানানো হয় যে  সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের দিতে হবে না কোন ভাড়া এবং সকাল ছটা থেকে পর্যাপ্ত বাস পাওয়া যাবে সমস্ত যাতায়াতের রাস্তা এবং যেখানে পরীক্ষা কেন্দ্র পড়বে সেই স্থান পর্যন্ত স্টপেজ না থাকলেও বাস পরিষেবা পাওয়া যাবে। বাসে মাধ্যমিক এডমিট দেখালেই বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে।

জাহাঙ্গীর বাদশার রিপোর্ট jb নিউস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ