Header Ads Widget

ERTERTERT

অবিলম্বে রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ করার দাবি জানালেন সাংসদ দিব্যেন্দু অধিকারী


জাহাঙ্গীর বাদশার রিপোর্ট:তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী নন্দীগ্রাম দুই ব্লকে কেন্দ্র সরকারের একটি সরকারি অনুষ্ঠানে  হাজির হয়ে সন্দেশখালি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী।


তিনি বলেন নন্দীগ্রাম হয়েছিল সে সময়ও পুলিশ ফেল করেছিল। প্যারা মিলিটারি ফোর্স ডাকতে হয়েছিল। সন্দেশখালি নিয়েও আমি যা মনে করি সন্দেশখালি তে যা চলছে লাস্ট ১০ থেকে ১২ ডেজ, বাংলার সংস্কৃতির পক্ষে খুব খারাপ। এর জন্য গভর্নর হোম মিনিস্ট্রি কে লিখেছি। দিল্লিতে গতকাল হোম মিনিস্টার কে দেখা করে সব বলেছি। এবং গতকাল তো মারাত্মক ব্যাপার। সেখানে নিরীহ গ্রামবাসীরা যারা আন্দোলন করছিলেন তাদের উপর পুলিশ মিথ্যে মামলা দিয়ে যেভাবে অত্যাচার করছে আমি তার কনডেম করছি।

 


আমি ইমিডিয়েটলি গভর্নর কে বলবো রুল অফ ল এস্টাবলিস্ট করার জন্য। তাঁর য়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আছে তাঁর সেই পদ্ধতি অবিলম্বে অবলম্বন করুন।এবং ইন্ডিয়া গভর্নমেন্ট কে বলুন ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ যেন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ