জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: বাইকের ধাক্কায় মৃত্যু হল বছর ৪৬ এর এক ব্যক্তির।আজ সাতসকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেউলিয়া এলাকায় বাইকের ধাক্কায় নিতাই মান্না নামে এক ফুল চাষীরা মৃত্যু হয়।
উল্লেখ্য পাঁচ জন বন্ধু মিলে কলকাতা থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় ভ্রমণে যাচ্ছিলেন,গতিতে থাকা এক বাইক আরোহী ওই ফুলচাষিকে ধাক্কা মারে ও কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এবং পরে ওই ফুলচাষি কে মেছেদা পপুলার নার্সিংহোমে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হওয়ায় উলুবেড়িয়া এর এক বেসরকারি নার্সিংহোমে ফুলচাষির মৃত্যু হয়।
জানা গিয়েছে,মৃত ফুলচাষির বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার লোয়াদা এলাকায়।
সায়ন্তন হালদার নামে এক বাইক আরোহী জানান,গড়িয়া থেকে পুরুলিয়া যাওয়ার সময় দেউলিয়া এলাকায় ফুল মার্কেট এর কাছে রোড পার হতে গিয়ে এক ফুল ব্যবসায়ী তার গাড়ির সামনে পড়ে যায়,তিনিও সেই মূহূর্তে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন,পরে সাভাবিক অবস্থায় আসার পর তিনি বিষয়টি জানতে পারেন ।
ওই মৃত ব্যক্তির বাড়িতে খবর দেওয়া হয়েছে।এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
0 মন্তব্যসমূহ