Header Ads Widget

ERTERTERT

চোর মমতাকে টাইট দিয়ে এসেছি - শুভেন্দু

 




জাহাঙ্গীর বাদশার রিপোর্ট : সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম টাইট দিয়ে এসেছি।


সোমবার সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতা ফিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর আজ দিল্লি সফর বাতিল প্রসঙ্গে বলেন, উনি কোথায় যাবেন না যাবেন সেটা আমি বলব কেন। ওনাকে নিয়ে আমরা অত চিন্তিত নই। তার দিল্লি সফর নিয়ে বলেন, চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম টাইট দিয়ে এসেছি।


অর্জুন সোমনাথ দ্বন্দ্ব  নিয়ে বলেন, এর উত্তর অর্জুন সিং  দিতে পারবেন। অর্জুন সিং জেনেশুনে ওদের সঙ্গে গেছে।  ব্যারাকপুর আসন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদি। ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্মফুলে দাঁড়াবেন তিনি জিতবেন ব্যক্তি ফ্যাক্টর নয়।


অর্জুন সিং এর দলবদল জল্পনা নিয়ে বলেন, এরকম কোন প্রস্তাব আমাদের কাছে নেই, তাছাড়া আমরা কোন ব্যক্তির উপর নির্ভরশীল নই।


তৃণমূলের সাংসদ বিধায়ক দ্বন্দ্ব নিয়ে বলেন, ওটা কোন দলই নয় কোম্পানি। দুইজন মিলে চালায় পিসি ও ভাইপো।


মিঠুন চক্রবর্তী ইলেকশন কমিটিতে জায়গা না পাওয়া প্রসঙ্গে বলেন, ওটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ