জাহাঙ্গীরবাদশাররিপোর্ট :নতুনভাবে বাজারে এলো বাজাজ কোম্পানীর নতুন ইলেকট্রিক স্কুটি *চেতক*। যা পাওয়া যাচ্ছে তমলুকের এম এস বাজাজ শোরুমে।
উল্লেখ্য ২০০৩ সালে পেট্রোল চালিত এই চেতক বন্ধ হয়ে যায়। আবারও সম্পূর্ণ মেটাল দ্ধারা নির্মিত নতুনভাবে ইলেকট্রিক স্কুটি বাজাজ*চেতক*
এই ইলেকট্রিক স্কুটার এর বহু ভার্সন এসেছে। সম্পূর্ণ ও বহু ফিচার দ্বারা নতুনভাবে সাজানো হয়েছে এই মডেল।
মোবাইল চার্জার , ব্লুটুথ থেকে শুরু করে ইকো মুড, স্পোর্টস মুড থেকে অনান্য বহু ফিচার,তবে মূল বিষয় হল এতে ব্যক গিয়ার এর সুবিধা,যা স্কুটি তে প্রথম আনল বাজাজ চেতক।
বাজাজ *চেতক* পরিসেবা হিসেবে ১১০ কিমি যাবে একবার চার্জ দিলে। তমলুলের এম এস বাজাজ শোরুমে এই পরিসেবা নিয়েই সল্প মূল্যে মিলছে এই বাজাজ চেতক।
মডেল টিতে স্ট্রেঞ্জ, স্পিড সব আপনি দেখতে পাবেন সরাসরি। এছাড়াও জার্মান মেড ব্যটারি দ্বারা নির্মিত এই মডেল,যা তিন বছর এর ওয়ারেন্টি । বহুবিধ পরিসেবা , অসংখ্য ফিচার নিয়ে এই প্রথম এই মডেল এর স্কুটি এল আপনার নিকটবর্তী শোরুম তমলুকে।
মূল্য হিসেবে গাড়িটির দাম ধার্য হয়েছে এক লাখ তিরিশ হাজার।এত ফিচার নিয়েও এত কম মূল্যে এই পরিসেবা দিচ্ছে বাজাজ চেতক।
এই স্কুটার এর চার্জার খুবই উন্নত মানের, যেকোনো জায়গায়, পরিস্থিতি তে আপনি চার্জ করতে পারবেন। চার্জার এর ক্ষেত্রে ও রয়েছে ওয়ারেন্টি কার্ড। মোটামুটিভাবে প্রায় চার ঘন্টা এর মধ্যেই চার্জ সম্পূর্ণ হয় এই স্কুটারে।
বাকি বহু উন্নত মানের সুবিধা জেনে ও ভালোভাবে বিচার বিবেচনা করে আজই আপনার ইচ্ছা,শখ পূরণ করতে আজই তমলুকের এম এস বাজাজের শোরুমে।
0 মন্তব্যসমূহ