Header Ads Widget

ERTERTERT

দিঘার জুনপুট থেকে ছোঁড়া হবে মিসাইল

 


জাহাঙ্গীর বাদশার রিপোর্টঃ পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলীয় এলাকা দীঘার জুনপুট থেকে এবার ছোঁড়া হবে মিসাইল। সাধারণত ওড়িশা উপকূল থেকেই এই মিসাইল পরীক্ষা করা হয় ,তবে এবার বাংলার মাটি দীঘা থেকে হবে মিসাইল পরীক্ষা।

 দীঘা সমুদ্র এলাকার নিকটবর্তী জুনপুট থেকে এই মিসাইল ছোঁড়া হবে ,এর জন্যে সবরকম প্রস্তুতি ও শেষ। এ রাজ্য  দুটি রেডার স্টেশন গড়বে কোস্টগার্ড,যার মধ্যে একটা হল জুনপুট।

  উল্লেখ্য গুরুত্বপূর্ণ বিষয় হল যে ,এই মাসের শেষেই হবে এই মিসাইল ছোঁড়ার কাজ।


কোস্টগার্ড এর তরফে একটি উল্লেখযোগ্য বৈঠকে হলদিয়ায় একটি মিটিং এ এসেছিলেন উপকূল রক্ষি বাহিনীর আধিকারিকেরা । সেখানে সিদ্ধান্ত হয় জুনপুট থেকে মিসাইল ছোঁড়ার কাজ শুরু হবে।

জেলাশাসক তনবির আফজল জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে জমি দিয়েছি । সেখানে তৈরি হবে ল্যান্ডিং পাঞ্চ।

 অন্যদিকে বালেশ্বর থেকে ও একটি মিসাইল ছাড়া হবে।তবে পরীক্ষামূলক ভাবে ফেব্রুয়ারি বা মার্চ এর শেষের দিকে এটির পরীক্ষামূলক কাজ শুরু হবে।

    কোস্টগার্ড এর তরফে ইকবাল সিং চৌহান জানিয়েছেন, এটি প্রথমবার রাজ্য থেকে ছাড়া হবে পরীক্ষামূলক হিসেবে ।দুটি জায়গা চিহ্নিত করা হয়েছে,যার মধ্যে একটা হল জুনপুট।

    জেলাশাসক জানান, উপকূলীয় নিরাপত্তা নিয়ে সচেতন রয়েছেন কোস্টগার্ড।সেই কারণে শুধু জমি নয় , রাস্তা তৈরি করে দিয়েও নিরাপত্তা সহায়তা করেছে রাজ্য।

   


এর আগে ২০১৭ সালে অদ্ভুত কেঁপে উঠেছিল দিঘার মানুষজন।পরে জানা যায় বায়ুসেনার মহড়া চলছিল আকাশে।তবে এই শব্দ কয়েক মিনিট স্থায়ী হয়েছিল দীঘা এলাকায়।সাধারণত পাশের রাজ্য ওড়িশাকেই এই ধরণের  জন্য বেছে নেয় ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও। তবে এবার কেন্দ্রীয় এই সংস্থা বেছে নিয়েছে  পশ্চিমবঙ্গের উপকূলকেই। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির খুব কাছেই আর মাত্র কয়েকদিনের মধ্যেই ঘটতে চলেছে যুগান্তকারী এক ঘটনা।

পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা থেকেই চলতি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিংবা মার্চ মাসের শুরুতে মিসাইল টেস্ট লঞ্চ করতে চলেছে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশন বা ডিআরডিও। জানা গিয়েছে, দিঘার কাছে কাঁথির জুনপুট উপকূল থেকে পরীক্ষামূলকভাবে ওই মিসাইল ছোঁড়া হবে। দিঘা ছাড়াও জুনপুট সমুদ্র সৈকতও এখন বেশ জনপ্রিয় হয়েছে। পর্যটকরা প্রায় প্রত্যেক   দিন ভিড় জমাচ্ছেন অপূর্ব এই সাগরতটে (Sea Beach)। এবার সেই জুনপুটই সোনালী এক ইতিহাস তৈরির পথে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানবীর আফজল একথা জানিয়েছেন। তাই এখন দেখার কবে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট থেকে মিসাইল উৎক্ষেপণ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ