জাহাঙ্গীর বাদশার রিপোর্টঃ আজ থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক । পরীক্ষা পরিচালনা নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও বাসমালিক সংগঠন পরিক্ষার্থীদের বাসভাড়া মুকুব করার কথা ঘোষণা করেছেন।
প্রশ্নপত্র ফাঁস রুখতে একটি বিশেষ কোড ব্যবহার এর মাধ্যমে এবছর প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। আঁটোসাঁটো ব্যবস্থা এর মাধ্যমে পরীক্ষা পরিচালনা করতে সচেষ্ট প্রশাসন।
পরীক্ষার সময়েও পরিবর্তন আনা হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা তে।সব মিলিয়ে আঁটোসাঁটো ভাবে পরীক্ষা পরিচালনা করছেন মধ্যশিক্ষা পর্ষদ।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেউলিয়া গার্লস হাইস্কুলে পরীক্ষা সেন্টার করা হয়েছে।প্রায় ৪০০ জন পরিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এই মাধ্যমিক সেন্টারে।
জানা গিয়েছে, বিদ্যালয়ের প্রথম তলায় কয়েকটি শ্রেণী কক্ষে পরীক্ষার সিট দেওয়া হয়েছে ছাত্রদের ।তবে অভিভাবক দের অভিযোগ পাশেই রাস্তা থাকার কারণে প্রচুর যানবাহন ও লোকজন চলাফেরা করায় পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে। মনোসংযোগ নষ্ট হচ্ছে ছাত্রদের।
এক অভিভাবক জানান ,আমি বিষয়টি প্রশাসন এর সামনে তুলে ধরে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলছি। ছাত্রছাত্রীদের অসুবিধা এর কথা মাথায় রেখে পরীক্ষা চলাকালীন এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখার আবেদন জানাচ্ছি। স্কুলের ধারে রাস্তা আর নিজের তলার পরীক্ষার রুম গুলোর জানালা খোলা থাকায় রাস্তা দিয়ে মোটর বাইক টোটো সাইকেল সাধারণ মানুষের যাতায়াতের ফলে শব্দ হচ্ছে অনবরত।
0 মন্তব্যসমূহ