তমলুকে সমবায় ভোটে জয়জয়কার তৃনমূলের।
জাহাঙ্গীর বাদশার রিপোর্টঃ পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গীনি ব্লকে গত পঞ্চায়েত নির্বাচন এ খারাপ ফল করেছিল শাসকদল তৃনমূল। বেশিরভাগ পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি দখলে গিয়েছে বিজেপির।
এবার সমবায় নির্বাচন এ ডিমারী ত্রিনয়নী সমবায় নির্বাচন এ জয়ী হল শাসকদল তৃনমূল। উল্লেখ্য খোসটিকরি,নয়াবসান ও নারায়নদাড়ি বুথের প্রায় 1200 ভোটার নিয়ে নির্বাচন হয় নয়াবসান প্রাথমিক বিদ্যালয় এ।আর তাতেই বিরোধী দের পিছনে ফেলে জয়লাভ করে তৃনমূল।
এই জয় কে ঘিরে আবির মেখে আনন্দে উল্লসিত তৃনমূল সমর্থিত প্রার্থী থেকে কর্মীরা।
আসন্ন লোকসভা নির্বাচন এর আগে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির এই সমবায় নির্বাচন জয় ঘিরে আশাবাদী তৃনমূল নেতৃত্ব। তাদের দাবি পঞ্চায়েত এর ভুল লোকসভা নির্বাচন এ মানুষ আর করবে না। বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারণ মানুষ।
খারুই পঞ্চায়েত এর প্রধান শেখ সিরাজুল জানান, উন্নয়ন এর পক্ষে নির্বাচন হয়েছে ও মানুষ ভোট দিয়েছে।এই পঞ্চায়েত সমিতি আবার তৃনমূল ঘুরে দাঁড়াবে।
এই প্রসঙ্গে জেলা পরিষদের বিরোধী নেতা তথা বিজেপি নেতা বামদের গুছাইত জানান, তৃনমূল জয়ী হলেও আমরা ভালো ফল করেছি,এর প্রভাব কোনোভাবেই লোকসভা নির্বাচন এ পড়বে না ।
উল্লেখ্য এই সমবায় এর মোট 56 টি আসনের 43 টিতে জয়ী হয় তৃনমূল। বিজেপি পান 8 টি আসন ও সিপি এম 5 টি আসন।এই জয়ের আনন্দে উল্লসিত তৃনমূল সমর্থিত কর্মীরা।
0 মন্তব্যসমূহ