জাহাঙ্গীর বাদশাররিপোর্ট : পূর্ব মেদিনীপুর জেলার ভগভানপুর বিধান সভা তৃণমূল কংগ্রেস এর ডাকে জনসভায় বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগাযোগদান করলো ১০ টি পরিবার তাদের ৪ টি পরিবারের বাড়ি ইটাবেড়িয়া অঞ্চল এলাকা ও আর বাকি ৬ জনের বাড়ি পটাশপুর ২ নং ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকা।
এদিন তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে ইটাবেড়িয়া বাজারে একটি জনসভা আয়োজন করে ভগবান পুর বিধান সভা তৃণমূল সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রি অখিল গিরি, রাজ্যের মহিলা নেত্রী সায়ন্তিকা ব্য্যনার্জি ,জেলা সভাধিপতি উত্তম বারিক ও রাজ্য স্বরোজগার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোশ তাদের হাত ধরে এই যোগদান কর্মসূচি হয়।
এছাড়াও এদিন ইটাবেড়িয়ার বাজারে চক্রশুল তৃণমূল কংগ্রেস কার্যালয় উদ্বোধন হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন কাথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেস সাতরা,মথুরা অঞ্চল সভাপতি বরুণ গিরি।
0 মন্তব্যসমূহ