পূর্ব মেদিনীপুর জেলার দীঘা বাইপাসের খালে একটি কা*টা মু*ন্ডু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীঘা মোহনা উপকূল থানার পুলিশ মূ*ন্ডুটি উদ্ধার করেছে। মূ*ন্ডুটি অজ্ঞাত পরিচয়।
পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীরা দূরের অন্য কোথাও-খু*ন করে মু*ণ্ডু নিয়ে এসে ফেলে গেছে । তবে পুলিশ সবটাই তদন্ত শুরু করেছে।
খবর জানাজানি হওয়ার পর ঘটনা স্থলে ব্যাপক ভিড় এলাকার মানুষজন ও পর্যটকদের। এমন দৃশ্য এর আগে কখনও দেখেনি এলাকার মানুষজন। আতঙ্ক ছড়িয়েছে গোল সৈকত নগরীতে!
0 মন্তব্যসমূহ