জাহাঙ্গীর বাদশার রিপোর্ট: ময়না লোকসভা ভোটের আগেই আবারো উত্তপ্ত ময়নার বাকচা। পঞ্চায়েত ভোটের পরে বেশ কিছু সময় শান্ত ছিলো বাকচা।পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত বাকচা গ্ৰাম পঞ্চায়েতের বিবিন্ন গ্রাম বরাবরই রাজনৈতিক মহলে চর্চার বিষয়। উত্তেজনা চরমে থাকে বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বাড়ি ভাগচুর,লুঠপাট, সংঘর্ষ বোমাবাজি,দ্বন্দ্ব , রাজনৈতিক সংঘাত, সবকিছু পরিপূর্ণ বাকচা এলাকা জুড়ে। নির্বাচন বা তার পরবর্তী সময় ,এই এলাকা উত্তপ্ত হয়ে থাকে।তবে পুলিশের ওপর রাতের অন্ধকারে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ময়না জুড়ে।
উল্লেখ্য গত রাতে ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতের নিমতলা বাজারে পেট্রোল ডিউটি করতে থাকা একাধিক পুলিশ আধিকারিক আহত হন দুস্কৃতিদের আক্রমনে।
জানা গিয়েছে,রাত নটা নাগাদ বাকচার নিমতলা এলাকায় কয়েকজন পুলিশ ডিউটিতে ছিলেন, হঠাৎ ই দুস্কৃতিরা পুলিশ কে লক্ষ করে ইট, বাঁশ ছুড়তে থাকে,এর ফলে কয়েকজন পুলিশ আক্রান্ত হন। পুলিসের গাড়িতে ভাঙচুর চালায়।
এই আক্রমন এর ফলে পুলিশের গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়। রাতে অন্ধকার এ এই ঘটনার ফলে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ময়না জুড়ে।
উল্লেখ্য পুলিশ অফিসার দের ময়না হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে।তবে তৃনমূলের অভিযোগে এই ঘটনার সঙ্গে জড়িত বিজেপি কর্মীরা। এই ঘটনার সঙ্গে জড়িত,তা খতিয়ে দেখা হচ্ছে।তবে বিজেপি তৃনমূলের তোলা অভিযোগে অস্বীকার করেছে। সামনেই লোকসভা ভোট সেই ভোটে আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে আশঙ্কা করছেন রাজনৈতিক মহল। তবে এই বিষয়ে পুলিশ এর বক্তব্য পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ